শিবগঞ্জে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শিবগঞ্জে ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী শহীদ মিনারে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, শিবগঞ্জ থানা, শিবগঞ্জ পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিস ও প্রশিকা মানবিক উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম সারওয়ার মোশের্দ ও প্রশিকা মানবিক উন্নয়ন সোসাইটি পক্ষে সঞ্জীব চৌধুরীসহ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এছাড়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দুপুরে চিরন্তন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মানবেতর দেওয়াল ও তর্তিপুর মহাশশ্মানে ৫৫টি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।
এসময় সংগঠনের সভাপতি চন্দন সাহা, সাধারণ সম্পাদক কৌশিক কুমার, তর্তিপুর মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদীসহ অন্যরা।