চারঘাটে মহান শহিদ দিবস পালন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩; সময়: ৪:০২ অপরাহ্ণ |
চারঘাটে মহান শহিদ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে বিভিন্ন কর্মসূচী অনুযায়ী যথাযোগ্য মর্যাদায় রাত ১২টা ১ মিনিটে চারঘাট কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ব্যক্তি মালিকাধীন ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন মধ্যমে সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মেয়র একরামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, চারঘাট জোনাল অফিস ডিজিএম রঞ্জন কুমার সরকার, চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম, ভায়ালক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে