পলাতক নীরব মোদির কোম্পানির হীরা-স্বর্ণ নিলামে

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩; সময়: ১:৪২ অপরাহ্ণ |
পলাতক নীরব মোদির কোম্পানির হীরা-স্বর্ণ নিলামে

পদ্মাটাইমস ডেস্ক : পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদির মালিকানাধীন ফায়ারস্টার ডায়মন্ড ইন্টারন্যাশনাল কোম্পানির স্বর্ণ, প্ল্যাটিনাম, হীরা ও গয়না আগামী ২৫ মার্চ নিলামে তোলা হবে। এক্ষেত্রে বিক্রির নোটিশ জারি করেছেন শান্তনু টি রায়।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের (এনসিএলটি) মুম্বাই বেঞ্চ দ্বারা শান্তনুকে ফায়ারস্টার ডায়মন্ড ইন্টারন্যাশনালের লিকুইডেটর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কোম্পানির কার্যাবলী শান্তনু রায় দ্বারা পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ মার্চ ই-নিলামের মাধ্যমে স্বর্ণ, প্লাটিনাম, হীরা ও গয়না বিক্রি করা হবে। নিলাম করা আইটেমগুলোর সংরক্ষিত মূল্য নিলামের দিনেই ঘোষণা করা হবে।

ই-নিলাম নথি অনুসারে, নিলাম করা আইটেমগুলোর তালিকায় ফিনিশড জুয়েলারি, লুজ ডায়মন্ড, কালার স্টোন, আধা-সমাপ্ত গয়না, স্বর্ণ, প্ল্যাটিনাম ও সিলভার অন্তর্ভুক্ত।

লিকুইডেটর শান্তনু রায় মূল্যবান জিনিসের মূল্য নির্ধারণের জন্য ভারতের জেমোলজিক্যাল ইনস্টিটিউটকে নিযুক্ত করেছেন।

২০১৮ সালের শুরু থেকে দেশ থেকে পলাতক নীরব মোদি। কর্পোরেট ঋণখেলাপিদের অফিস/কারখানা ও অন্যান্য সমস্ত প্রধান এবং উল্লেখযোগ্য সম্পদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দ্বারা সংযুক্ত করা হয়েছিল।

নীরব মোদি ও তার কাকা মেহুল চোকসি ভারতের অন্যতম বৃহত্তম ব্যাংক জালিয়াতি করেছেন। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কিছু আধিকারিকদের সঙ্গে যোগসাজশে জাল লেটার অফ আন্ডারটেকিংয়ের মাধ্যমে ১৪ হাজার কোটি টাকা পাচার করেছেন।

২০১৮ সালে আইন থেকে বাঁচতে ভারত থেকে পালিয়ে যান নীরব মোদি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে