স্বাধীনতা আন্দোলনের বীজ বপন হয়েছিলো ভাষা শহীদের রক্তে: খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩; সময়: ১১:৫১ am |
স্বাধীনতা আন্দোলনের বীজ বপন হয়েছিলো ভাষা শহীদের রক্তে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন- উর্দু হবে রাষ্ট্র ভাষা ঘোষনা আসার পর তখন বঙ্গবন্ধু ছাত্র থাকা অবস্থায় আর সকলের সাথে তিনিও প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ মিছিলে সালাম রফিক জব্বার শফিউদের রক্তে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বীজ বপন হয়েছিলো বলে মনে করেন তিনি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেন মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন- ৫২’র ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ৬৬’র ছায় দফা, ৬৯’এর গনঅভুথ্যান, ৭০’র নির্বাচন, ৭ই মার্চ এর জাতির পিতার ভাষণ এবং মুক্তিযুদ্ধে ১৬ ডিসেম্বরের বিজয় অর্জন। ২১শে ফেব্রুয়ারীর দিনে আমাদের শপথ নিতে হবে আমরা সকলে শিকড়ের সন্ধ্যানে যাবো। ৫২’র ভাষা আন্দোলনে স্বাধীনতার যে বীজ বপন হয়েছিলো আমাদের সকলকে ফিরে যেতে হবে শিকড়ে। শিকড়কে যদি আমরা ধারন করতে পারি তাহলে স্বাধীনতার চেতনা আমরা ধারন করতে পারবো। ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত এই স্বাধীনতাকে সম্মুনত রাখার জন্য অপশক্তিকে দমন করে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব বলে জানান মন্ত্রী।

এরপর শহীদ মিনারে অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে