বেলকুচিতে পূর্বানী গ্রুপের ৫০ বর্ষপূর্তিতে শ্রমিক দের নিয়ে আনন্দ সমাবেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩; সময়: ৭:৫৪ pm |
বেলকুচিতে পূর্বানী গ্রুপের ৫০ বর্ষপূর্তিতে শ্রমিক দের নিয়ে আনন্দ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্বানী গ্রুপের ৫০ বর্ষপূর্তিতে শ্রমিক দের নিয়ে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নারীর ক্ষমতায়ন ও সঠিক নিরাপদ কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সোমবার দিনব্যাপী বেলকুচি উপজেলার কামারপাড়া পূর্বাণী ফ্যাশন চত্তরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

এসময় বিশেষ অতিথি হিসাবে, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সরকার, পরিচালক জাকারিয়া হোসেন সরকার, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদূল হক রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশানূর বিশ্বাস সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বর্তমানে পূর্বাণী ফ্যাশন বেলকুচিতে প্রায় সারে তিন হাজার নারী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। এখানে কাজের সুযোগ পেয়ে অনেক নারীই এখন স্বাবলম্বী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে