নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক-ছাত্রীদের মানববন্ধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩; সময়: ৪:৫৪ pm |
নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক-ছাত্রীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের শিক্ষকমন্ডলী ও ছাত্রীরা ব্যবসায়ী শাবান আলী ও নজরুল ইসলাম গংদের বিরুদ্ধে কলেজের সম্পত্তি অবৈধভাবে দখল এবং স্থাপনা নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের সামনে বগুড়া-নাটোর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্যে কলেজের অধ্যক্ষ ওসমান গণি সরকার বেলাল বলেন, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের জাতীয়করণ প্রক্রিয়ায় সাবেক ১০০৬ হাল ৮৩২, সাবেক ১০০৭ হাল ৮২৮, ৮২৯ সাবেক ১০০৮ হাল ৮২৫, ৮২৬ ও সাবেক ৪ হাল ১০ নং দাগমূলে মোট ১.৫৪ একর জায়গার মধ্যে ০২/০৬/১৯৯৮ইং তারিখে ৩২২৫ নং দলিলমূলে ক্রয়সূত্রে প্রাপ্ত ইতোমধ্যে সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবর ডিড অফ গিফট ২৭/০২/২০১৭ইং তারিখে ২১৯২ নং দলিল সম্পাদন করা হয়েছে। উক্ত জমির সাবেক ১০০৮ হাল ৮২৫ দাগের কিছু অংশের মালিকানা দাবি করে ব্যবসায়ী শাবান আলী ও নজরুল ইসলাম।

তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে সরকারি ভবনের জন্য জায়গা রেখে শাবান আলী ও নজরুল ইসলামকে জায়গা ব্যবহার করার অনুরোধ করা হয়। হঠাৎ করে তাঁরা পৌরসভার বিধি না মেনে এবং কোনো জায়গা না ছেড়ে প্রাচীর ও ঘর নির্মাণ শুরু করে এবং বৈদ্যুতিক খুঁটি কেটে ফেলে। এর ফলে কলেজের উত্তরপার্শ্বের ঘরগুলোতে আলোল স্বল্পতার সৃষ্টি হওয়ার ফলে ক্লাস বন্ধ করে দিতে হয়। ফলে কলেজের শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি সাধন হচ্ছে।

গত ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে কলেজের শিক্ষক ও ছাত্রীরা উক্ত নির্মাণ কাজে বাধা সৃষ্টি করলেও তাদের ভাড়াটে উচ্ছৃঙ্খল লোক জনের কাছে লাঞ্ছিত ও হুমকি ধামকির শিকার হতে হয়েছে। আমরা এ পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে