কচুয়ায় সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩; সময়: ৩:৪৪ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সোমবার উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউএনও নাজমুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. রাজন কুমার দাস, ওসি তদন্ত হারুন অর রশিদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল মবিন ও জাবের মিয়া প্রমুখ।