বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংস্মপূর্ণ: খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩; সময়: ২:৩৭ pm |
বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংস্মপূর্ণ: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে আগের মত এখন আর মঙ্গা নেই। খাদ্যে বাংলাদেশ এখন স্বয়ংস্মপূর্ণ। তবে খাদ্য নিরাপত্তা নেই। এই জন্য আমরা কাজ করছি।

সোমবার দুপুরে নওগাঁয় সদর উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের দেশে ভালো খাবার রয়েছে। কিন্তু সচেতনতার অভাবে ও কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় আমাদেরকে ভেজাল খাবার খাওযায়। তাই আমাদেরকে সচেতন হতে হবে। পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাবার বিষয়ক মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকারসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে