নিখোঁজের দুই মাসেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শিশুর সন্ধান মেলেনি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩; সময়: ৪:৪৬ অপরাহ্ণ |
নিখোঁজের দুই মাসেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শিশুর সন্ধান মেলেনি

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর পোরশা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার প্রায় দুই মাসেও সন্ধান মেলেনি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর দুই শিশুর।

জানা গেছে, পোরশা উপজেলার মুরশিদপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের খাঠুম মার্ডীর দুই মেয়ে রুমিলা (১৪) ও মরিয়ম (৩) গত ২৮ ডিসেম্বর বাড়ির পাশের মাঠ থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়।

পারিবারিক সূত্র জানায়, ওই দিন রুমিলা মাঠের ক্ষেতে কাজ করতে যায়। সাথে যায় তার ছোট বোন মরিয়ম। সন্ধ্যা পর্যন্ত তারা বাড়িতে ফিরে না আসায় পরিবাবের লোকজন তাদেরকে খোঁজাখুঁজি শুরু করে। মাঠের ক্ষেতের পাশে তাদের শীতের কাপড় পড়েছিল বলে পরিবারের লোকজন জানায়। নিখোঁজ দুই বোনের মধ্যে রুমিলা চাঁদপুকুর মিশনের আবাসিক ছাত্রী বলে জানাগেছে।

চাঁদপুকুর মিশনের পাল পুরোহিত ফাদার বেলসারিও মন্তোয়া জানান ছুটিতে বাড়িতে গিয়ে রুমিলা তার ছোট বোনসহ নিখোঁজ হয়। তিনি দ্রুত তাদেরকে খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।

রুমিলা ও মরিয়মের মা আরতি মুরমু জানান, দুই সন্তানসহ তার স্বামী তাকে ছেড়ে অন্যত্র চলে গেছে। অনেক কষ্ট করে তিনি দুই সন্তান নিয়ে জীবন যাপন করছিলেন। এ অবস্থায় দুই সন্তানকে হারিয়ে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পরেছেন। এ ঘটনায় রুমিলা ও মরিয়মের মা আরতি মুরমু পোরশা থানায় একটি জিডি করেছেন।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশু দুটিকে খুঁজে বের করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে