সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩; সময়: ৩:৪৬ pm |
সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২’র অভিযানে ৪৯ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক সুমন মিয়া (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার পৈরতলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

র‌্যাব-১২ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার এরশাদুর রহমান জানান, র‌্যাব-১২ পিপিএম অধিনায়ক মারুফ হোসেনের নেতৃত্বে রোববার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্তর এলাকায় একটি টিম অবস্থান নেয়। সেখানে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারে অভিযান পরিচালনা করা হয়। তখন গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৯ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী সুমনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমন জানায়, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় সে করে আসছিলো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে