নওহাটায় বসন্তবরণ উপলক্ষে ভাব সঙ্গীতের আসর
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩; সময়: ১২:৫০ pm |
খবর > রাজশাহী
জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজশাহীর নওহাটায় বসন্তবরণ উপলক্ষে ভাব সংগীতের আসর অনুষ্ঠিত হয়েছে। সোনামনি সংগীত বিদ্যালয়ের আয়োজনে শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত স্থানীয় শিল্পীগণ ভাব সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে মূখ্য শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন, সোনামনি সংগীত বিদ্যালয়ের শিক্ষক ওস্তাদ কামরুজ্জামান ও নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক।
এছাড়াও সংগীত পরিবেশন করেন, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আয়েন উদ্দিন, ইমান আলী, সাহেব আলী, বাবলু, বজলুর রশিদ।
বাদ্যযন্ত্রে ছিলেন, মাসুদ রানা, আনন্দ ও মফিজ উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. সাইদুল রহমান ও সাংবাদিক সরকার দুলাল মাহবুব।