রাবি ছাত্রের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩; সময়: ৭:৩৬ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, রাবি : ভাড়া ছাত্রবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর অক্টোর মোড় এলাকার ষষ্ঠীবাড়ি ছাত্রাবাস থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। তথ্যটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নুর।

তিনি বলেন, ছাত্রাবাস থেকে শরিফ নামের এক শিক্ষার্থীকে নিস্তেজ অবস্থায় হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে মৃত্যুর কারণ এখন জানা যায় নি। মৃতদেহ হাসপাতালেই আছে। তাদের পরিবারকে জানানো হয়েছে। তারা আসলে বাকি কাজ করা হবে।

মৃত শিক্ষার্থী এস এম আব্দুল কাদির শরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গনিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কিশোরগঞ্জ জেলার মোখলেছুর রহমানের ছেলে।

এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, গতকাল রাত ১১টার দিকে খাবার খেয়ে
নিজ কক্ষে ঘুমাতে যান শরিফ। তারপর সে আর দরজা খোলে নি বলে প্রাথমিকভাবে জেনেছি। দরজা বন্ধ থাকায় দুপুরে তাকে ডাকাডাকি করে অন্য ছেলেরা। কিন্তু সে দরজা না খুললে একপর্যায়ে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। পরে বিষয়টি আমরাও অবগত হলে ঘটনাস্থলে যাই এবং দরজা ভেঙ্গে কক্ষে ঢুকি। তখন তাকে নিস্তেজ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়। ফলে তৎক্ষনাৎ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে