আগামী নির্বাচনে জাতীয় পার্টি মেইন ফ্যাক্টর : ঝন্টু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩; সময়: ৫:৫৫ অপরাহ্ণ |
আগামী নির্বাচনে জাতীয় পার্টি মেইন ফ্যাক্টর : ঝন্টু

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু বলেছেন, দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে। তবে বড় দলগুলোর অনেকেই নিজেদের পেশিশক্তি দেখাতেই ব্যস্ত। তাদের পতিপত্তি ও ক্ষমতার দম্ভের কারণে এসব নেতাদের মানুষ সংস্পর্শে থাকতে চায় না। তাদের দেখে সবাই ভয় পায়।

কিন্তু পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত থাকায় জনগণ বন্ধু মনে করে। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ ও উন্নয়নে বিশেষ ভূমিকায় রোল মডেল করে গেছে।

মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশের উন্নয়নের প্রথম ভিত্তি তৈরি করেছেন প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টির প্রতি মানুষের দরদ রয়েছে। আমাদের দল দেশ ও মানুষের সেবার কথা ভেবে রাজনীতি করে। আমরা কেউ দুর্নীতিবাজ মাস্তান পোষণ করি না। আমাদের কাউকে দেশবাসী শত্রু মনে করেনা, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জাতীয় পার্টি ফ্যাক্টর হবে। জনগণ জাতীয় পার্টিকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে। এজন্য সকলের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন তিনি।

এ সময় কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মোক্তার হোসেন, জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, ফজলুল হক ডনু, হিটলার প্রামানিক, রফিক খান, জেলা যুব সংহতির আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।

পরে আগামী চার মাসের মধ্যে জেলার থানায় জাতীয় পার্টির কমিটি গঠন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে