শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩; সময়: ৫:৫২ pm |
শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা পাচু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শুক্রবার বিকেলে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে সকাল ১০টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

জানাযায় অংশ নেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, নয়ালাভাঙ্গা ইউপি চেয়ারম্যান মোস্তাকুল ইসলাম পিন্টু, সাবেক চেয়ারম্যান আশরাফুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে