কর্ণহার থানায় পিতা ও পুত্রের দীর্ঘদিনের বিরোধ পুলিশের হস্তক্ষেপে সমাধান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩; সময়: ৫:০৭ অপরাহ্ণ |
কর্ণহার থানায় পিতা ও পুত্রের দীর্ঘদিনের বিরোধ পুলিশের হস্তক্ষেপে সমাধান

নিজস্ব প্রতিবেদক : আরএমপি কর্ণহার থানা পুলিশের হস্তক্ষেপে পিতা ও পুত্রের দীর্ঘদিনের বাড়িতে থাকা নিয়ে দন্ডের সমাধান করে দিয়েছে থানা পুলিশ। শুক্রবার রাতে কর্ণহার থানা পুলিশের হস্তক্ষেপে এ পিতা ও দুই ছেলের বিরোধের সমাধান করে নিজ বাড়িতে এক সাথে থাকার সমাধান করে দিয়েছে।

জানা গেছে, আরএমপি কর্ণহার থানা এলাকায় নজরুল ইসলামের তার দুই ছেলে নাঈম ও তার স্ত্রী ও বড় ছেলে সাদেকুল ইসলামের সাথে বাড়িতে থাকা নিয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলছিলো। এ ঘটনা গত ১৬ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবা রাতে পিতা নজরুলের বিরুদ্ধে লিখি অভিযোগ দেই তার ছোট ছেলে নাঈম। সেই অভিযোগটি কর্ণহার থানা পুলিশ তদন্ত করে শুক্রবার পিতা ও পুত্রকে থানায় হাজির করে কর্ণহার থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেনের মানবিকতা ও হস্তক্ষেপে পিতা ও পুত্রের বিরোধের বিষয় সমাধান করে দেন।

পিতা নজরুল ইসলামের বিরুদ্ধে ছোট ছেলে নাঈম থানায় অভিযোগ দেয়ার পরে সঠিক বিচার না পাওয়ার সন্ধেহে এলাকার বেশ কিছু মানুষকে থানার সামনে হাজির করে নাঈম। নাঈম এলাকাবাসীকে ভুল বুঝিয়ে থানার সামনে হাজির করে সঠিক বিচারের দাবি জানায়। পরে বিষয়টি থানা পুলিশের অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন থানার সামনে উপস্থিত জনতা কে বুঝিয়ে পিতা ও পুত্রের পারিবারিক বিরোধের বিষয়টি সমাধান করেন।

এ বিষয় কর্ণহার থানার ওসি ইসমাইল হোসেন বলেন, কর্ণহার এলাকার নজরুল ইসলাম তার দুই ছেলেকে বাড়িতে রাখবে না মর্মে পিতার সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো দুই ছেলের সাথে।

এ বিষয় নজরুলের ছোট ছেলে নাঈম থানায় তার পিতার বিরুদ্ধে লিখতো অভিযোগ দেই। এ বিষয় শুক্রবার থানায় পিতা ও পুত্রের উপস্থিতিতে সমাধান করা হয়। তারা শান্তিপূর্ন ভাবে একবাড়িতে থাকবে মর্মে পিতা ও দুই ছেলে লিখিত মুচলেকা দিয়ে বাড়িতে থাকার বিষয় সমাধান করে নেয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে