গুরুদাসপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩; সময়: ৯:০৮ pm |
গুরুদাসপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

এস এম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে তিনজন মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনা আপেল আহমেদ (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। অপর দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার ১৫ ফেব্রুয়ারি রাত অনুমানিক ১০টার দিকে উপজেলার বেড়গঙ্গারামপুর বটতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত আপেল আহমেদ বেড়গঙ্গারামপুর লিচুর আড়ৎ এলাকার আনছার আলীর ছেলে।

এ ঘটনায় আহত দুজন হলো মো.মেহেদী হাসান ও জিল্লুর রহমান। স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর মধ্যে বেশি মেহেদীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, লিচু ব্যবসায়ী আব্দুল মান্নানের মোটরসাইকেল নিয়ে তার ছেলে মেহেদী হাসান,আপেল এবং জিল্লুর নাজিরপুরে যায়। নাজিরপুর থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে লিচুর আড়তের মোড়ে অবস্থিত বট গাছের সাথে স্বজোরে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই চালক আপেলের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা মেহেদী এবং জিল্লুর গুরুতর জখম হয়। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে