ঈশ্বরদীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় মেনার্ডের বৃক্ষরোপণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩; সময়: ৫:৫৭ অপরাহ্ণ |
ঈশ্বরদীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় মেনার্ডের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাব ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেনার্ড’ উদ্যোগে উপজেলার দিয়াড় বাঘইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এসব হয়।

জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে আয়োজকেরা বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এরপর বিদ্যালয়ের পাশে বেশ কিছু ফলজ গাছের চারা রোপণ করেন। পরে শিক্ষার্থীদের হাতে একটি করে কলম উপহার ও সচেতনা-বৃদ্ধিমূলক লিফলেট বিতরক করা হয়।

এর আগে বিদ্যালয় মাঠে ‘উন্নত ও সবুজ বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন মেনার্ডের বাংলাদেশের প্রতিনিধি ফাহিমস শাহাদত, প্রকল্প ব্যবস্থাপক এলেক্সি নিকিফরোভ, সাইট ব্যবস্থাপক মেহেদী হাসান, স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ ইনচার্জ জামিল হাসান, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার জামিনুর রহমান নুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নাহার ও সহকারী শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ।

এলেক্সি নিকিফরোভ বলেন, ‘বিশ্বে জলবায়ু পরিবর্তন শুরু হয়েছে, উষ্ণ হচ্ছে পৃথিবী। আর এই পরিবর্তনে বাংলাদেশও ক্ষতির সম্মুখীন। এই ক্ষতি এড়াতে আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে।’ তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ রোপণের আহ্বান জানান।

ফাহিমা শাহাদাত বলেন, ‘যে কোনো দেশের বিবেচনায় পরিবেশের ভারসাম্য রক্ষা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এজন্য তাঁরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশ সুরক্ষাকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে