তালিবানের ‘ভয়ে’ গ্রাম ছেড়ে পালাল পাকিস্তানি সেনারা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩; সময়: ১০:৪৭ পূর্বাহ্ণ |
তালিবানের ‘ভয়ে’ গ্রাম ছেড়ে পালাল পাকিস্তানি সেনারা

পদ্মাটাইমস ডেস্ক : গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। ২০২১ সালের আগস্টে তালিবানরা ডুরান্ড লাইনের ওপারে আফগানিস্তান দখল করার পর থেকে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে টিটিপি।

এরকম একটি ঘটনায় খাইবার পাখতুনখাওয়ায় একটি গ্রাম দখল করে টিটিপি। তাদের তোপের মুখে অবস্থান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় স্থানীয় পুলিশ এবং পাকিস্তানি সেনাবাহিনী।

সিনিয়র পাকিস্তানি সাংবাদিক আমজাদ আইয়ুব মির্জা টুইটারে এই সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছেন, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

এদিকে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপিকে) প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে টিটিপির প্রতি আনুগত্য থাকা প্রায় সাত জঙ্গি নিহত হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) একটি দলের সঙ্গে সংঘর্ষে টিটিপি জঙ্গিরা নিহত হয়েছে।
আটক তালিবান জঙ্গিদের উত্তর ওয়াজিরিস্তানের প্রশাসনিক কেন্দ্র বান্নুতে স্থানান্তর করার সময় সিটিডি দলের ওপর অতর্কিত হামলা চালায় টিটিপি জঙ্গিরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে