প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ পেলেন দুর্গাপুরের ৯ অসচ্ছল মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩; সময়: ৭:২৫ অপরাহ্ণ |
প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ পেলেন দুর্গাপুরের ৯ অসচ্ছল মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : মুজিব শতবর্ষ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে দৃর্গাপুরের আরও ৯ অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পেলেন প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস।

এর আগে দেশে একযোগে নির্মানকৃত বীর নিবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রী উপহার বীর নিবাস এর চাবি হস্তান্তর করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য স্বাস্থ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

উপজেলা শিক্ষা অফিসার মোখলেসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব মোল্লা, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, আবুল কালাম আজাদ, আজাহার আলী খান, রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীর আলম সম্রাট সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের দপ্তর প্রধান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে