বাগমারায় মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩; সময়: ৬:০৮ অপরাহ্ণ |
বাগমারায় মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ি গ্রামের রাকিবুল ইসলাম (১২) নামে এক হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সে উপজেলার ইসলাবাড়ি গ্রামের কাইছার আলীর ছেলে। তার চেহারা শ্যামলা ও মুখো মুন্ডল গোলাকার। সে বাগমারা এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলে।

এ ঘটনায় গত শনিবার তার মা জিন্নাতুন বিবি বাগমারা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন, যার জিডি নং ৫৪৯।

জানা যায়, রাকিবুল ইসলাম উপজেলার দেউলিয়া চৌরাস্থায় অবস্থিত হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র। বাড়ির পাশে জালসায় মাদ্রাসার হুজুরদের না বলে নিজ বাড়ি ইসলাবাড়ি গত শুক্রবারে যায়। মাদ্রাসার নিয়ম না মেনে রাকিব বাসায় যাওয়া ঘটে বিপত্তি। মাদ্রাসা থেকে চলে যাবার পরের দিন মাদ্রসায় ফিরলে মাদ্রাসার কর্তৃপক্ষ অনুপস্থিতির কারণে মাদ্রাসায় নিতে অসম্মতি জানায়। এতে সে বাসায় ফিরে যায়। রাকিবুল পড়া-শোনা ব্যাহত হবে জেনে পরের দিন পিতা-মাতাকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় হুজুরদের সামনে আসে। শিক্ষকরা তাকে না নেয়ায় পিতা-মাতার সঙ্গে সে পুনরায় বাড়ি যায়।

এর পরের দিন পিতা-মাতাকে না জানিয়ে বাড়ি থেকে বের হয় রাবিকুল। গত ৬ দিন ধরে ছেলেকে কোথাও খোঁজে না পেয়ে নিখোঁজের মাতা জিন্নাতুন বুধবার দুপুরে বাগমারা প্রেসক্লাবে আসেন।

তিনি সাংবাদিকদের জানান, তাঁর ছেলে হাফেজ বানানোর জন্য হাফেজিয়া মাদ্রাসায় ৩ বছর ধরে অধ্যায়নরত। প্রতি মাস ১২ শত টাকা করে মাসিক বেতন মাদ্রাসায় দেওয়া হয়। মাদ্রাসায় থাকাকালীন এক দিন বাড়িতে যাওয়ায় তার লেখা-পড়া বন্ধ হবার কারণে হয়ত বাসা থেকে বের হয়ে গেছে। ৬ দিন হলো বাড়িতে থেকে হওয়ার পর ছেলেকে না পেয়ে তাকে মাদ্রাসাসহ আত্ময়ী-স্বজনের বাড়ি অনেক খোঁজা খুঁজি করে কোথাও পাওয়া যায়নি।

নিখোঁজ হবার কারণে পিতা-মাতা ও আত্মীয় স্বজনসহ এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ছেলেটি খোঁজ পেলে মোবাইল ০১৩০৯৬২২৩৩৯ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে