কচুয়ায় আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩; সময়: ৪:৪২ pm |
কচুয়ায় আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলায় চাষাবাদকৃত আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার ৮৪ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। আবহাওয়া অনুকুল থাকায় চলতি মৌসুমে আলু ক্ষেতে বড় ধরণের রোগের আক্রমণ দেখা দেয়নি। বর্তমানে আলুর বাজারও বেশ ভাল। সব মিলিয়ে এ এলাকার আলু চাষীরা বেশ খোশ মেজাজেই রয়েছেন। আলুর ভালো ফলন পাবেন আশাবাদ করছেন কৃষকরা পাশাপাশি দাম নিয়ে শংঙ্কা রয়েছেন তারা।

আলু চাষীরা জানান, গত বছর আলুতে পঁচন রোগ দেখা দেয়ায় আলু চাষে তেমন লাভ করতে পারেননি। এবার কৃষি বিভাগের পরামর্শে শুরু থেকেই আলুর পরিচর্য়া করছেন। এতে আলুতে কোন রকম রোগ বালাইয়ের আক্রমণ হয়নি। এছাড়া আবহাওয়া এবার অনুকুল রয়েছে। আর কয়েক দিনের মধ্যেই তিনি আলু ঘরে তুলতে পারবেন। তবে চলতি মৌসুমে আলুর দাম ভালো পেলে আগামীতে আরো বেশি আলু আবাদ করবেন বলেও জানান তারা।

উপজেলা কৃষি অফিসার সোফায়েল হোসেন জানান, আলুর সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকুলে থাকলে এ উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলু চাষীদের সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে