সিরাজগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩; সময়: ১২:৪০ pm |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহরের কোপ দাসপাড়ায় পাওনা টাকা চাওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ইউসুফ আলী (৩৫) মহল্লার ঘুতু সেখের ছেলে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মমিনুল ইসলাম (বড় গ্যাদা) পলাতক রয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির ও নিহতের পরিবার জানান, কাঁচামাল ব্যবসায়ী ইউসুফ আলী মমিনুল ইসলামকে সুদে টাকা ধার দেন। মঙ্গলবার রাতে সুদের টাকা চাইতে গিয়ে উভয়ের মধ্যে হিসাব-নিকাশ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইউসুফ আলীকে আঘাত করে বড় গ্যাদা পালিয়ে যান।
স্থানীয়রা তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি হুমায়ুন কবির আরও জানান, দায়ীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।