কক্সবাজার সৈকতে ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩; সময়: ৬:১৮ অপরাহ্ণ |
কক্সবাজার সৈকতে ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : বহু বির্তকিত একটি প্রভাবশালী মহল সিন্ডিকেট করে থাকা কক্সবাজার সমুদ্র সৈকতে ২১টি অবৈধ স্থাপনা অবশেষে উচ্ছেদ করেছে প্রশাসনের ভ্রাম্যমান আদালত। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে ৪টি খাবার রেস্তোরা, ৫ টি মুদির দোকান, ৭ টি ছোট-বড় বিভিন্ন দোকান এবং ৫ টি ব্যক্তি মালিকানাধীন অফিস রয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিকেল থেকে রাত পর্যন্ত সৈকতের সুগন্ধা পয়েন্ট মোড়ে নির্মিত এসব স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আবু সুফিয়ান। তিনি বলেন, হোটেল-মোটেল জোনে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত করা ২৭টি প্লট শর্ত ভঙ্গের কারণে বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া এসব প্লটের মধ্যে প্রধান সড়ক-লাগোয়া কয়েকটি প্লটের জায়গা দখল করে বেশ কয়েকটি স্থাপনা গড়ে তোলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। শহরে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারিদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে