বাংলাদেশ থেকে তুরস্ক-সিরিয়ায় কল করতে চার্জ কাটবে না গ্রামীণফোন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩; সময়: ৮:৩৮ অপরাহ্ণ |
বাংলাদেশ থেকে তুরস্ক-সিরিয়ায় কল করতে চার্জ কাটবে না গ্রামীণফোন

পদ্মাটাইমস ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ায় বাংলাদেশ থেকে কল করতে চারদিন কোনো চার্জ কাটবে না গ্রামীণফোন। দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন রোববার এ ঘোষণা দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, আজ থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে তাদের নেটওয়ার্কে তুরস্ক ও সিরিয়ায় সব কল বিনা চার্জে করা যাবে।

ভয়াবহ ভূমিকম্পে ওই দুই দেশে আটকে পড়া প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে গ্রামীণফোন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

গ্রামীণফোনের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত আত্মীয়-বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলার সুবিধা করে দেওয়ার মাধ্যমে গ্রামীণফোন ভূমিকম্পে বিপর্যস্ত জনগণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ এবং ৭ দশমিক ৬ মাত্রার দুটি ভূমিকম্পে আজ রোববার পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় অন্তত ২৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন এবং কয়েক লাখ লোক আহত হয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে