পাঠক প্রিয়তা পেয়েছে তরুণ কবি হাসান ঈমাম সুইট রচিত ‘উলটো পাতার মুখ’

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩; সময়: ৭:৪৭ অপরাহ্ণ |
পাঠক প্রিয়তা পেয়েছে তরুণ কবি হাসান ঈমাম সুইট রচিত ‘উলটো পাতার মুখ’

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের শিক্ষক হাসান ঈমাম সুইট রচিত কবিতার বই ‘উলটো পাতার মুখ’। তরুণ কবি হাসান ঈমাম সুইট রচিত প্রথম প্রকাশিত কবিতার বই এটি। ঢাকার নবান্ন প্রকাশনী বইটি প্রকাশ করেছেন।

বাজারে আসার প্রথমদিন অমর একুশে গ্রন্থমেলায় বইটি ব্যাপক পাঠক জনপ্রিয়তা পেয়েছে। বিক্রিও হয়েছে প্রচুর। কবি হাসান ঈমাম সুইট ১৯৯০ সালের ০৫ই ডিসেম্বর রাজশাহী পুঠিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন। বর্তমানে তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগে শিক্ষকতার পাশাপাশি কবিতা, গান ও নাটক নিয়েই ব্যস্ত থাকেন।

তিনি বলেন, প্রথম কবিতার বই প্রকাশ করতে পেরে খুবই ভালো লাগছে। অমর একুশে গ্রন্থমেলায় আমার বইটি পাঠকপ্রিয়তা পাওয়ায় আমি খুবই আনন্দিত। ভবিষৎতে এটি আরও প্রেরণা জোগাবে।

বইটি প্রসঙ্গে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক লিখেছেন, ‘আমাদের মুখ আছে, মুখ নেই/ পরিচয়ের পেছনে মুখোশের পরিচয়/ভেসে উঠে উলটো পাতার মুখ।’ মানুষের মুখ আজ প্রকাশিত হতে চায় না আপন ভাষায়। অনুসন্ধ্যানী চোখে ধরা পড়ে উলটো পাতায়। উত্তর আধুনিক হাওয়ার এই অনিবার্য পরিণতির প্রকাশ ‘উলটো পাতার মুখ’। বইটি অমরত্ন লাভ করুক এই প্রত্যাশা করেন তিনি।

চমৎকার প্রচ্ছদ দেখে বইটি হাতে নিলাম। খুলেই বেশ মজা পেয়ে গেলাম। কবিতাগুলো পড়েছি। ছোট ছোট কবিতাগুলোর ভাবের গভীরতা বিস্মিত করেছে আমাকে। এক নিঃশ্বাসে পড়ে ফেলেছি কবিতাগুলো। কবিতাগুলোর মধ্যে অদ্ভুত আকর্ষণ রয়েছে। কথাগুলো বলছিলেন ‘উলটো পাতার মুখ’ কবিতা বইয়ের পাঠক সাদ্দাম হোসেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে