নন্দীগ্রামে অধ্যক্ষ ও পাঁচ শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩; সময়: ৭:২৬ অপরাহ্ণ |
নন্দীগ্রামে অধ্যক্ষ ও পাঁচ শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পাঁচ শিক্ষকের বিরুদ্ধে থানায় নির্মাণাধীন দেওয়াল ভাংচুরের অভিযোগ হয়েছে। গতকাল রোববার নন্দীগ্রাম কলেজ পাড়ার ব্যবসায়ী শাবান আলী মন্ডল থানায় এ অভিযোগ করেন।

নন্দীগ্রাম থানার অভিযোগ সূত্রে জানা যায়, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজের উত্তর পাশে ২৬ শতক জায়গায় শাবান আলী মন্ডল রাজ মিস্ত্রি নিয়ে দেওয়াল নির্মাণা করতে গেলে কলেজের অধ্যক্ষ ওসমান গনি বেলাল, শিক্ষক আব্দুল কুদ্দুস,হযরত আলী, আইয়ুব আলী, রাজা হোসেন ও রাজু হোসেন তাদের বাঁধা দেয়। পরে ওই দেওয়াল ভেঙ্গে ফেলা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে শাবান আলী মন্ডলের ৫০ হাজার টাকা ক্ষতি হয়।

শাবান আলী মন্ডল বলেন, প্রিন্সিপাল আমাকে বার বার বসার কথা বলে কিন্তু বসে না। নন্দীগ্রাম মৌজার ৬৮ নং খতিয়ানের ৮২৫ দাগের ২৬ শতক জায়গার মালিক আমরা দুই ভাই। কলেজের কাগজ থাকলে তারা দেখাক। দেওয়াল ভেঙ্গে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে তারা।

অভিযোগ বিষয়ে নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওসমান গনি বেলাল বলেন, এটি মিথ্যা অভিযোগ। ওই ২৬ শতক জায়গা কলেজের নামে দলিল হয়েছে। জোর করে তারা দেওয়াল দিয়েছে।

জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, থানায় এবিষয়ে একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে