মান্দায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩; সময়: ৫:৫০ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, মান্দা মমিন শাহানা সরকারী কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।
শেষে ৫০ জন নারীর মাঝে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।