লালপুরে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩; সময়: ৪:১৮ অপরাহ্ণ |
লালপুরে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু সহ পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রথম প্রহর থেকে দুপুর পর্যন্ত ১২ ঘন্টা সময়ে দুর্ঘটনা গুলো ঘটে।

লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার গোপালপুর পৌর এলাকার একটি মাদ্রসায় ইসলামী জালশা শুনে রাত সাড়ে ১২ টার দিকে অন্যদের সাথে রেল লাইন ধরে বাড়ি ফেরার সময় অজিমনগর লেওয়ে স্টেশন এলাকায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে মহিষাখোলা গ্রামের মৃত আব্দুস সোবহানের স্ত্রী।

সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে মোহরকয়া গ্রামে মাটি বহনকারী ট্রাক্টর থেকে পড়ে ফরহাদ আলী (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই ট্রাক্টরের হেলপার ও মোহরকয়া গ্রামের আজিত মোল্লার ছেলে।

অপর দিকে দুপুর ১২টায় হাঁসবাড়িয়া গ্রামে ইট বোঝায় পাওয়ার ট্রলির ধাক্কায় সাম্মাতুল বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সে হাঁসবাড়ীয়া গ্রামের বাবুল হোসেনের স্ত্রী। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে