কচুয়ায় অগ্নিকান্ডে ইউপি সদস্যের বসতঘর পুড়ে ছাই
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩; সময়: ৪:০১ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ার বদরপুর গ্রামে রবিবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে ইউপি সদস্য তাহমিনা আক্তারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকান্ডে গৃহে থাকা নগদ দেড় লক্ষ টাকা ও মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে।
টের পেয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে ইউপি সদস্য তাহমিনা আক্তারের বসতঘর পুড়ে যাওয়ায় তার অসুস্থ স্বামী আলম মিয়া, বৃদ্ধা শ^াশুড়ি ও তিন সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন তিনি।