রাজশাহীতে আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে নির্বাচনী প্রচারণায় আ.লীগের নেতা কর্মীবৃন্দরা
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩; সময়: ৯:৩৭ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কোর্টে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশন নির্বাচন ২০২৩ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে নির্বাচনী প্রচারণায় চালিয়েছেন রাজশাহী মহানগর ও জেলা আ.লীগের নেতাকর্মীরা। আওয়ামী পন্থি আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে রবিবার বেলা ২ টার দিকে রাজশাহীর কোর্টে এ প্রচারণা চালায়।
রাজশাহী কোর্টে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশন নির্বাচন ২০২৩ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকারসহ জেলা ও নগর আ.লীগের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন প্রার্থীগণ সহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, রাজশাহীর আইনজীবীবৃন্দ।