শিবগঞ্জে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩; সময়: ৯:৩১ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর মাঝে ১৪ লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে এসব চেক তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি শিউলী বেগম, মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা খাতুন ও প্রশিক্ষক রুবেল ইসলামসহ অন্যরা।