নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল পাস হওয়ায় মহাদেবপুরে আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩; সময়: ৪:২২ অপরাহ্ণ |
নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল পাস হওয়ায় মহাদেবপুরে আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক , মহাদেবপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল পাস হওয়ায় মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে (চৌমাশিয়া বাজার) আনন্দ শোভাযাত্রা হয়েছে।

রোববার বেলা ১১টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌমাশিয়া বাজারে স্থানীয় সামাজিক সংগঠন ‘হেল্প লাইন, হ্যালো নওগাঁ’ এর আয়োজন করে।

সংগঠনের সভাপতি এ কে সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন নওহাটায় বিশ্ববিদ্যালয় চাই এর আহ্বায়ক বলিহার ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নাছের। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ প্রমূখ।

আনন্দ শোভাযাত্রায় ও স্থানীয় সচেতন মহল, শিক্ষক- শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষ অংশ গ্রহণ করে। এ সময় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় স্থাপন যৌক্তিক স্থান দাবী করে বক্তারা বলেন- এ জায়গাটি নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক এবং নওগাঁ জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত। জেলা শহর থেকে মাত্র ১২কিলোমিটার দুরে। এ এলাকার ওপর দিয়ে বিভাগীয় শহর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় যাওয়া সহ জেলার সাতটি উপজেলায় যাওয়ার অন্যতম পথ।

এমনকি পাশ্ববর্তী বগুড়া ও জয়পুরহাট জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো। আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাণিজ্যমন্ত্রী প্রয়াত আব্দুল জলিল স্মৃতি বিজড়িত এলাকা এটি। এ নওহাটা বাজারের পার্শ্বে প্রায় ৪শ একর খাস জমি আছে। এ জমিগুলো সরকার নিজের হেফাজতে নিয়ে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করলে সরকারের রাজস্ব খাত থেকে জমি অধিগ্রহণের খরচ অনেকাংশেই কমে যাবে বলেও তারা অভিমত ব্যক্ত করেন। উল্লেখ্য যে গত ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ২১তম অধিবেশনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩’ পাশ হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে