সহিংসতায় রূপ নিয়েছে শরণার্থীবিরোধী বিক্ষোভ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩; সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ |
সহিংসতায় রূপ নিয়েছে শরণার্থীবিরোধী বিক্ষোভ

পদ্মাটাইমস ডেস্ক : সহিংসতায় রূপ নিয়েছে যুক্তরাজ্যের শরণার্থীবিরোধী বিক্ষোভ। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মার্সিসাইড শহরে শরণার্থীদের দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মার্সিসাইড শহরে শরণার্থীদের অবস্থান করা একটি হোটেলের সামনে শরণার্থীবিরোধী বিক্ষোভ করে দেশটির ডানপন্থি একটি সংগঠন।

এ সময় শরণার্থীদের সমর্থনে পাল্টা আরেকটি সমাবেশ করেন বেশ কয়েকজন। আর এতেই বাধে বিপত্তি। পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে।

একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও রাস্তায় আগুন ধরিয়ে দিলে একপর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পুরো শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মার্সিসাইড পুলিশ জানিয়েছে, সহিংস বিক্ষোভে একজন পুলিশ ও দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

গেল ২০২২ সালে ঝুঁকিপূর্ণ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে শহরটিতে আশ্রয় নিয়েছেন প্রায় ৪৫ হাজার শরণার্থী। নানা জটিলতায় তাদের আশ্রয় আবেদন আটকে থাকায় হোটেলে থাকতে বাধ্য হচ্ছেন এসব শরণার্থী। এদের মধ্যে অনেকেই প্রতিবেশী ফ্রান্স এবং জার্মানি থেকে আগত।

জানা গেছে, ছোট নৌকায় করে ক্রমবর্ধমানহারে শরণার্থী এবং অভিবাসীরা যুক্তরাজ্যে প্রবেশ করছে। বিষয়টি নিয়ে দেশটিতে উত্তেজনা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে