বনভোজনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩; সময়: ৯:০৫ pm |
বনভোজনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে বোনভোজনের বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত নয়টার দিকে বনপাড়া-হাটকিুমরুল মহাসড়করে পাটোয়ারী ফিলিং ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম বলোল হোসনে (৪৫)। তিনি উপজেলা বড়াইগ্রাম পৌর এলাকার থানার মোড় এলাকার বাসিন্দা এবং পেশায় বৈদ্যুতিক মিস্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা হাববিুর রহমান জানান, নিহত ব্যাক্তি উপজেলার বনপাড়া বাজার থেকে মোটরসাইকে চালিয়ে নিজ বাড়িতে ফেরার সময় পাটোয়ারী ফিলিং ষ্টেশন এলাকায় লালপুর উপজেলার চক নাজিরপুর কারিগরি স্কুল এন্ড কলেজের বনভোজনের বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলশি লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তানন্তর করা হয়।

তিনি আরো বলেন, চাপা দেওয়া বাসটি পালিয়ে গেলেও সনাক্ত করা সম্ভব হয়েছে। বাসের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে