রাজশাহীতে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩; সময়: ৯:২৮ pm |
খবর > রাজশাহী / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : রাজশাহীর পুঠিয়া উপজেলার খুদির বটতলা এলাকায় বাসচাপায় তোফাজ্জল হোসেন (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বানেশ্বর-চারঘাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তোফাজ্জল রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকার ব্যবসায়ী।
জানা যায়, সকালে বেশ কিছু বাজার করে বাইসাইকেল নিয়ে মেয়েকে দেখতে বাড়ি থেকে বের হন তোফাজ্জল। পথে খুদির বটতলা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকনিকের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
রাজশাহীর চারঘাট থানার ওসি মাহবুবুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।