মহাদেবপুরে প্রতিপক্ষের মারপিটে ছেলের ও সৎ মা নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩; সময়: ৯:০৭ pm |
মহাদেবপুরে প্রতিপক্ষের মারপিটে ছেলের ও সৎ মা নিহত

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ছেলের সাথে পরোকিয়া সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলায় ছেলের সৎ মা ছালমা খাতুনকে (৪০) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কালুশহর মন্ডলপাড়ায়। নিহত গৃহবধু ছালমা ওই গ্রামের আবু তালেবের ২য় স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, কালশহর মন্ডল পাড়ার ফয়জুল রহমানের ছেলে হারুন বিদেশ থাকায় তার স্ত্রী সাদিয়া খাতুন প্রতিবেশী আবু তালেবের ১ম পক্ষের ছেলে কাজল (১৮) এর সাথে পরক্রীয়া সম্পর্ক গড়ে তোলে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে গত বৃহস্পতিবার কাজলের সৎ মা সাদিয়াকে তার ছেলের সাথে সম্পর্ক না রাখার জন্য সাদিয়া ও তার পরিবারের লোকজনকে অনুরোধ করে। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল শুক্রবার দুপুরে হারুনের স্ত্রী সাদিয়া, তার শাশুড়ি ফরিদা, ভাসুর ফারুক, কালুশহর শাহ পাড়ার ফারুক শাহের স্ত্রী বৃষ্টি, নতুন পাড়ার জাইদুলের স্ত্রী বর্ষা, জিল্লুর স্ত্রী আছমা দলবলে ছালমা খাতুনের উপর আক্রমন করে এলোপাথারী মারপিট করে, মাথার চুল ছিড়ে নেয় এবং ইট দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাঁটিয়ে দেয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যা ৭ টা পর্যন্ত মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে