সিরাজগঞ্জের শাহজাদপুরে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩; সময়: ৫:৩৮ pm |
সিরাজগঞ্জের শাহজাদপুরে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে নাদিম হোসেন (১৯) নামে এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নাদিম হোসেন উপজেলার কায়েমপুর গ্রামে গার্মেন্টস শ্রমিক আশরাফের ছেলে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা নাদিমের মরদেহ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নাদিমের মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে