বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চাঁপাইনবাবগঞ্জের এমপির শ্রদ্ধা
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩; সময়: ৭:২১ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের নবনির্বাচিত দুই সংসদ সদস্য মুহ. জিয়াউর রহমান ও আবদুল ওদুদসহ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।