শিবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩; সময়: ৬:৫৬ pm |
শিবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, মোবারকপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী, দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজা ও চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা প্রস্তুতি সভায় অংশ নেন। সভায় আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, সকালের সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও আলোচনা সভা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে সিন্ধান্ত গৃহীত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে