রাণীনগরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩; সময়: ৬:২২ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫জনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও পলাতক আসামীদের ধরতে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় আদালতের পরোয়ানা অনুযায়ী উপজেলার রাতোয়াল গ্রামের ময়েজ তালুকদারের ছেলে খাজা তালুকদার, আমজাদ হোসেনের ছেলে রুহুল আমিন ও আলম হোসেন, আমজাদ হোসেনের মেয়ে তুহিনা আক্তার এবং উপজেলার বেলোবাড়ী গ্রামের মমতাজের ছেলে আব্দুল বাকিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।