মহাদেবপুরে ছেলের মৃত্যু বার্ষিকীর দিনে বাবার মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩; সময়: ৩:৩৩ pm |
মহাদেবপুরে ছেলের মৃত্যু বার্ষিকীর দিনে বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ছেলের মৃত্যু বার্ষিকীর দিনে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। বাবার আকস্মিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সফাপুর ইউনিয়নের তাঁতারপুর সরকারপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, তাঁতারপুর সরকারপাড়া গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র সরকারের ছেলে প্রণয় সরকার (৫৫) বুধবার রাতে স্থানীয় একটি পুকুরে মাছ ধরতে যায়। রাতে তিনি বাড়িতে ফিরে না আসলে খোঁজাখুজির এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাত টার দিকে ওই পুকুর থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।

নিহতের স্ত্রী বন্দনা সরকার জানান, তার স্বামী বুধবার রাতে খাবার পর বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য জাল নিয়ে বেরিয়ে আর ফিরে আসেননি। সকালে পুকুর পাড়ে জাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুকুরের পানিতে নেমে তার খোঁজ করতে থাকেন। এ সময় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নিহত প্রণয় সরকার প্রায়ই মাদকদ্রব্য গ্রহন করতেন। মদ্যপ অবস্থায় মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যান বলে তাদের ধারণা। গতবছর ৮ ফেব্রুয়ারি একই দিনে তার ছেলে পিনাকী সরকার (৩২) মোটর সাইকেল যোগে রাজশাহী যাওয়ার পথে মান্দা উপজেলার সাতবাড়িয়া মোড়ে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছিল। ছেলের মৃত্যুবার্ষিকীর দিনেই পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, লোকমুখে বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেননি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে