চারঘাটে ওয়ারেন্টভুক্ত ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামী সজল গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩; সময়: ৩:২১ অপরাহ্ণ |
চারঘাটে ওয়ারেন্টভুক্ত ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামী সজল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে চেক প্রতারনা ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত মামলার পলাতক আসামী সজল সাহাকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ ফেব্রুয়ারী) সকালে চারঘাট সার্কেল প্রণব কুমার ও অফিসার ইনচার্জ এর দিক নিদের্শনায় এসআই আব্দুল আজিজ, এসআই আমানউল্লাহ, এএসআই মামুন-১,আব্দুল মালেক ও সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দুপুরে নঁওগা জেলার সদর থানার রাজ হোটেলের সামনে থেকে শলুয়া ইউনিয়নের হলিদাগাছি রেলগেট এলাকার কার্তিক সাহার ছেলে সজলকে আটক করে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্ন গোপন করে আসছিলেন। তার নামে রাজশাহী জেলার চারঘাট উপজেলা মডেল থানায় ৫টি সাজাপ্রাপ্ত সিআর এবং বিভিন্ন মামলাসহ ১০টি ওয়ারেন্টভুক্ত আসামী এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওৎ পেতে অবস্থান করে।

পরে সে পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পালানো অবস্থায় তাকে আটক করা হয়। আটককৃত হলেন উপজেলার শলুয়া ইউনিয়নের হলিদাগাছি গ্রামের কার্তিক সাহার ছেলে সজল সাহা (৩২)। শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সাথে যোগাযোগ করলে তিনি বলেন চেক প্রতারনা মামলার ছয় মাস ও এক বছরের মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সজল সাহাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম বলেন, ১০টি ওয়ারেন্টে পাঁচটি বিজ্ঞ আদালতের বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ছয়মাস ও এক বছরের রায় প্রদানসহ কারাদন্ড ও ১৭ লক্ষ টাকা অর্থদন্ড। সিআর মামলার পলাতক আসামী সজলকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে