খালেদা জিয়া সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত এবং চিহ্নিত অপরাধী : ইনু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩; সময়: ৪:০৬ অপরাহ্ণ |
খালেদা জিয়া সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত এবং চিহ্নিত অপরাধী : ইনু

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে আদালতের কোন শত্রুতা নেই। বাংলাদেশে রাজনীতি থেকে কাউকে দূরে রাখা আদালতের কাজ নয়। খালেদা জিয়াসহ যারা কারাগারে আছেন তারা সবাই সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত এবং চিহ্নিত অপরাধি। সুতরাং অপরাধিদের কারাগারে রাখার মানে এই নয় যে, তাদের নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

হাসানুল হক ইনু অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, বিএনপি দল হিসেবে সব সময়ই সন্ত্রাসী দল, সাম্প্রদায়িক দল। তাদের অতীতের রেকর্ড খুব খারাপ, তারা জঙ্গী সন্ত্রাসে মদদ দিয়েছে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ক্ষমতা দখলের চক্রান্তকে মদদ দিয়েছে, আগুন সন্ত্রাস করেছে, বোমাবাজি করেছে। সুতরাং বিএনপির দিকে তাকালেই আশঙ্কা হয় যে কোন মূহূর্তে তারা যে কোন চক্রান্ত করতে পারে।এ সময় জাসদ ও অংগ সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে