মোহনপুরে বোনের জমি দখলের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩; সময়: ৯:২৮ অপরাহ্ণ |
মোহনপুরে বোনের জমি দখলের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার বেড়াবাড়ী গ্রামে বোনকে বঞ্চিত করে চার ভাই জমি দখল ও বিক্রির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অসহায় নারী বিচার চেয়ে মোহনপুর উপজেলা নিবার্হী কর্মকর্তার লিখিত অভিযোগ করেছেন।

মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ী গামের মৃত শামসুদ্দিন মাষ্টার চার ছেলে ও এক মেয়ে রেখে ১২ বছর আগে মারা যান। ওয়ারিশ সূত্রে তার রেখে যাওয়া ৪৬ বিঘা জমির মধ্যে ৪ বিঘা ১০ কাঠা জমি শামসুদ্দিন মাষ্টারের মেয়ে শামীমা নাসরিনের পাওয়ার কথা। কিন্তু তাকে বিলের অর্ধেক জমি বুঝিয়ে দিয়ে বাকি অংশটুকু ভাইয়েরা ভোগদখল করে আসছেন। শামীমার চার ভাই শাহীন, বাবুল, মামুন ও হারুন তাকে বাদ দিয়ে ৪ জন ওয়ারিশ দেখিয়ে ৫ শতক জমি (বেড়াবাড়ী মৌজায় আর এস খতিয়ান নং ১৪৩, দাগ নম্বর ৮৫৩) খারিজ করে গোপনে বিক্রির পাঁয়তারা করছেন।

শামীমার অভিযোগ, তাকে বঞ্চিত করে ভবিষ্যতেও তার ভাইয়েরা বাকি জায়গা জমি বিক্রি করতে পারে। তাই এ ব্যাপারে অসহায় এই নারী মোহনপুর উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে গতকাল লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহনপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জোহরা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে