প্রফেসর আবদুল খালেককে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩; সময়: ৭:৫৬ অপরাহ্ণ |
প্রফেসর আবদুল খালেককে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : ‘বাংলা একাডেমি (ফোকলোর) সাহিত্য পুরস্কার ২০২২’ পাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) প্রতিষ্ঠাতা উপাচার্য, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী জেলা শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেককে বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় এনবিআই্ইউ’র উপাচার্য দপ্তরে তাঁকে এই শুভেচ্ছা জানানো হয়।

এসময় রাবির সাবেক উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, প্রফেসর ড. আবুল কাশেম, সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেশা তালুকদার, প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান, প্রফেসর ড. কামরুজ্জামান, অধ্যাপক ড. মোজ্জামেল হোসেন বকুল, ড. নাসরিন লুবনাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে বিশিষ্ট এই গুনি ব্যক্তিকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে