সাফ চ্যাম্পিয়নদের মাঝে যারা এবার এইচএসসি পাশ করলেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩; সময়: ৫:২৯ অপরাহ্ণ |
খবর > খেলা
সাফ চ্যাম্পিয়নদের মাঝে যারা এবার এইচএসসি পাশ করলেন

পদ্মাটাইমস ডেস্ক : খেলার পাসাপাশি প্রয়োজন শিক্ষাও। নারী ফুটবলারদের খেলার পাশাপাশি পড়াশোনাতেও জোর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন দেশের জাতীয় নারী দলের সাবিনা, কৃষ্ণারা। তাদের অনুজরা আজ এইচএসসির ধাপ পার হয়েছেন।

জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডিফেন্ডার আঁখি খাতুন, শামসুন্নাহার সিনিয়র, ঋতু পর্ণা চাকমা। এই তিন ফুটবলার এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। আঁখি ও ঋতু এ গ্রেড (৪.০০ তদূর্ধ্ব) পেয়ে উত্তীর্ণ হয়েছেন। পাশ করেছেন শামসুন্নাহারও।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে খেলছেন রেহানা। এইচএসসি পাশ করেছেন তিনিও। তার ফলাফলও এ গ্রেড। নেপালে সিনিয়র সাফ স্কোয়াডে ছিলেন সাজেদা। সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া এই ফুটবলারও কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

এদিকে, পুরুষদের লিগে বসুন্ধরা কিংসের শেখ মোরছালিন আহমেদও জিপিএ-৫ পেয়েছেন। গত মৌসুমে তিন বছরের চুক্তিতে মোহামেডান থেকে কিংসে আসেন ফরিদপুর থেকে উঠে আসা এই তরুণ ফুটবলার। বর্তমানে দেশের প্রতিশ্রুতিশীল ফুটবলারের মধ্যে মোরছালিন অন্যতম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে