শিবগঞ্জে জাকের পার্টির ইসলামী জালসা অনুষ্ঠিত
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩; সময়: ৬:১১ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জালসা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাকের পার্টি ও সহযোগি সংগঠনের উদ্যোগে দূলর্ভপুর বাজার এলাকায় অনুষ্ঠিত জালসায় প্রধান বক্তা ছিলেন জাকের পার্টি ওলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি হাফেজ কাওসার আহমেদ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র ফ্রন্টের প্রচার সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি শরিফুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনসহ অন্যরা।
পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।