স্বপ্ন পূরণ হলো না কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়া আরাফাতের

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩; সময়: ২:০৩ অপরাহ্ণ |
স্বপ্ন পূরণ হলো না কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়া আরাফাতের

পদ্মাটাইমস ডেস্ক : জয়পুরহাট জেলা কারাগারে বসে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া আরাফাত রহমান নামের এক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানা গেছে।

কারাগার সূত্রে জানা গেছে, আরাফাত পাঁচবিবি উপজেলার বাসিন্দা। তিনি মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। আরাফাত গত বছরের জুলাই মাসের ২৭ তারিখ থেকে নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছেন।

জয়পুরহাট জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে এক শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল। ওই শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছেন। ফলাফলে সে অকৃতকার্য হয়েছে।

প্রসঙ্গত, জেলায় এবার ৮ হাজার ৯শ এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে এক পরীক্ষার্থী কারাগারে বসে পরীক্ষা দিয়েছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে