জিপিএ-৫ পেলেন অলিম্পিয়ান আরচ্যার দিয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩; সময়: ১:২৩ অপরাহ্ণ |
খবর > খেলা
জিপিএ-৫ পেলেন অলিম্পিয়ান আরচ্যার দিয়া

পদ্মাটাইমস ডেস্ক : খেলাধুলা করলে পড়াশোনায় ভালো করা যায় না। এমন একটি প্রবাদ লোকমুখে প্রচলিত রয়েছে। সেই প্রচলনকে ভেঙে দিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা অ্যাথলেট আরচ্যার দিয়া সিদ্দিকী। টোকিও অলিম্পিক খেলা এই আরচ্যার একাডেমিক ফলাফলেও দারুণ পারফরম্যান্স করেছেন।

আজ প্রকাশিত ২০২২ সালের এএইচএসি পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন দিয়া।

বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী সাত বিষয়ের মধ্যে পাঁচ বিষয়ে এ প্লাস ( ৮০ অধিক) পেয়েছেন। বাংলা ও ইংরেজিতে এ পেয়েছেন দিয়া।

সর্বশেষ ২০২১ টোকিও অলিম্পিকের আরচ্যারিতে মেয়েদের রিকার্ভ এককের চূড়ান্ত পর্বে খেলেছিলেন দিয়া সিদ্দিকী। রোমান সানার সঙ্গে জুটি গড়ে সেবার খেলেছিলেন মিশ্র দ্বৈত ইভেন্টেও।

আগামী বছর প্যারিস অলিম্পিকেও খেলার স্বপ্ন দেখছেন দেশসেরা নারী আরচ্যার। খেলাধুলায় সর্বোচ্চ স্তর অলিম্পিকে অংশগ্রহণের পর এবার দিয়া সিদ্দিকী পড়াশোনায়ও সর্বোচ্চ ফলাফল করলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে