প্রফেসর আবদুল খালেককে সিনিয়র সিটিজেনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩; সময়: ৮:০০ অপরাহ্ণ |
প্রফেসর আবদুল খালেককে সিনিয়র সিটিজেনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : ‘বাংলা একাডেমি (ফোকলোর) সাহিত্য পুরস্কার ২০২২’ পাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেককে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজশাহীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় এনবিআই্ইউ’র উপাচার্য দপ্তরে তাঁকে এই শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজশাহীর সহসভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, ড. সৈয়দ মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ ওয়ালিদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মন্ডল, যুগ্ম সম্পাদক সাজাম্মুল ইসলাম, সহ-সম্পাদক ময়েন উদ্দিন।

উল্লেখ্য, প্রফেসর ড. আবদুল খালেক সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজশাহীর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সংগঠনের সহসভাপতি ড. সৈয়দ মোশাররফ হোসেন বলেন, বিশিষ্ট এই গুনি ব্যক্তিকে
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আনন্দিত ও গর্বিত। এই পুরস্কার ও সম্মাননা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার (১লা ফেব্রুয়ারি) বিকেল তিনটায় রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দি উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা-২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠানে তাঁর হাতে বাংলা একাডেমি (ফোকলোর) সাহিত্য পুরস্কার ২০২২ পুরস্কার তুলে দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে